Breaking
23 Dec 2024, Mon

নিষ্ঠাবান সৈন্যের মতো কাজ করে মন জয় করলেন আসামের ট্রাফিক পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রবিবার প্রবল বর্ষায় গুয়াহাটির রাস্তায় দাঁড়িয়ে নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন এক ট্রাফিক পুলিশ। তার মাথার ওপর ছিল না কোনও ছাউনি। বৃষ্টির তোয়াক্কা না করেই তিনি কড়া হাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করে চলেছিলেন। আসাম পুলিশের টুইট করা মাত্র আট সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মিঠুন দাস নামক ওই ট্রাফিক পুলিশ ছাতা, বর্ষাতি ছাড়াই নিজের ইউনিফর্মে দাঁড়িয়ে এক মনে কাজ করছেন।ভিডিও টুইট করার পাশাপাশি আসাম পুলিশ কর্তৃপক্ষ তার নিষ্ঠাকে সাধুবাদ জানিয়ে লিখেছে, ‘নিজেকে কাজে এইভাবে উৎসর্গ করতে পারলে আগামী দিনের পথচলা অনেক মসৃণ হবে।’

আসাম পুলিশের স্পেশাল ডিজিপি কুলধর সাইকিয়াও টুইটারে মিঠুন দাসের প্রশংসা করেছেন।

Developed by