Breaking
23 Dec 2024, Mon

সেনাবাহিনীকে ‘অপমান’ যোগী আদিত্যনাথের! সরব মমতা বন্দ্যোপাধ্যায়!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সেনা ও জাতীয় নিরাপত্তা নিয়ে ‘সঙ্কীর্ণ রাজনীতি’ করার জন্য আগেই দেশের বিদায়ী শাসকদলের দিকে আঙুল তুলেছিলেন তিনি। এবার ভারতীয় সেনাবাহিনীকে ‘মোদী সেনা’ আখ্যা দেওয়ার জন্য ফের একবার BJP-র বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার ট্যুইট পোস্টে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেভাবে ভারতীয় সেনাবাহিনীকে ‘মোদী সেনা’ বলেছেন, তা ভয়ংকর। আমাদের সবার ভারতীয় সেনাবাহিনীর এমন ভুয়ো ও মিথ্যা ভাবমূর্তি তৈরির চেষ্টা অত্যন্ত অপমানজনক এবং লজ্জার।’ মমতার কথায়, ‘দেশের সেনাকে নিয়ে আমরা গর্বিত। তারা সবার জন্য। আমাদের দেশের সম্পদ সেনা। BJP-র ক্যাসেট নয়। দেশের মানুষের একজোট হয়ে এই দাবি খারিজ করা উচিত।’

সম্প্রতি এক জনসভা থেকে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে সেনাবাহিনীকে টেনে আনেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা BJP নেতা যোগী আদিত্যনাথ। বক্তব্য রাখতে গিয়ে যোগী বলেন, ‘কংগ্রেসের লোকেরা জঙ্গিদের বিরিয়ানি খাওয়াত। আর মোদীজির সেনা জঙ্গিদের গুলি খাওয়াচ্ছে। আজহার মাসুদের মতো জঙ্গিদের সাহায্য করে সন্ত্রাসবাদকে বাড়তে দিয়েছে কংগ্রেসের লোকেদের। মোদীজির নেতৃত্বে BJP সরকার আজ শুধু সন্ত্রাসবাদীদের নয়, পাকিস্তানেরও কোমর ভেঙে দিয়েছে।’

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নিজেও এর আগে, ‘বিরোধী দলগুলি পাকিস্তানকে সাহায্য করছে। দেশের ক্ষতি করছে।’ এমন মন্তব্য করেছেন। সেনাকে নিয়ে প্রধানমন্ত্রী ও তাঁর সেনাপতিদের পুরোদস্তুর রাজনীতি বর্তমানে চোখ এড়ানো সম্ভব নয়। BJP-র পোস্টারেও ভারতীয় যুদ্ধবিমানে ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে।

Developed by