Breaking
23 Dec 2024, Mon

ভোটের হাওয়া পুলওয়ামাকে তেমন ছুঁতে পারেনি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সন্ত্রাসের ক্ষত এখনও দগদগে। ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা ৪০-এরও বেশি জওয়ানের প্রাণ কেড়েছে। তার পর থেকে আলোচনার শিরোনামে বার বার উঠে এসেছে পুলওয়ামা। নিরাপত্তা সংক্রান্ত তল্লাশি বেড়েছে কয়েকগুণ। কিন্তু ভোটের হাওয়া পুলওয়ামাকে তেমন ছুঁতে পারেনি। ভোট নিয়ে পুলওয়ামার যুবসমাজের মধ্যে কোনও উৎসাহ বা বাড়তি উত্তেজনা নেই।

Developed by