Breaking
23 Dec 2024, Mon

দর্শকদের জন্য খুলে গেল কাশ্মীরের বিখ্যাত  টিউলিপ গার্ডেন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- হানাহানি আর অশান্তির কালো মেঘ কাটিয়ে ধীরে ধীরে চেনা ছন্দে ভূস্বর্গ। কাশ্মীরের বিখ্যাত টিউলিপ গার্ডেন দর্শকদের জন্য খুলে দেওয়ার মাধ্যমে উপত্যকায় পর্যটনের মরশুমের আনুষ্ঠানিক সূচনা হল। প্রথমদিনেই বাগানে দেশীয় ও বিদেশি পর্যটকের মাত্রাতিরিক্ত ভিড় দেখে মুখে হাসি ফুটেছে ব্যবসায়ীদেরও। সকলেরই বক্তব্য, সন্ত্রাস, বিক্ষোভ-আন্দোলনে জেরবার কাশ্মীরবাসীর মনোবল বাড়াতে এই পর্যটকদের ভূমিকা কোনওভাবেই অস্বীকার করা যায় না। ডাল লেকের ধারে অবস্থিত এই টিউলিপ ফুলের বাগানটির আগে নাম ছিল সিরাজ বাগ। ২০০৮ সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ বাগানটির নাম বদলে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন করেন। তুষারাবৃত জবরওয়ান পর্বতশ্রেণীর পাদদেশে ৩০ হেক্টর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এই বাগান। অন্তত দু’মাসের জন্য কাশ্মীরের পর্যটনকে বাড়তি ইন্ধন জোগায় এই টিউলিপ গার্ডেন।

Developed by