Breaking
23 Dec 2024, Mon

রাতের অন্ধকারে বন্ধুক ঠেকিয়ে ডাকাতি ঘাটালে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বন্ধুক ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটল ঘাটালে। রাতের অন্ধকারে বাড়ির পেছনের দরজার ভেঙে বাড়ির ভেতরে ডুকে ডাকাতির ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে ঘাটাল থানা খড়ার গোপীনাথপুর এলাকায় । জানা যায় একই রাতে একই এলাকায় পরপর তিনটি বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। গান পয়েন্টে কি করে সর্বস্ব লুট করে নিয়ে যায় তার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। পেশায় কৃষক হায়দার আলির স্ত্রী রাজেকা বিবি বলেন রাত দুটো নাগাদ আমার বাড়িতে ঢুকে পড়ে প্রায় ছয় জনের একটি ডাকাত দল তাদের মুখে কাপড় বাঁধা, হাতে বন্ধুক,শাবল,হেসো,ছরা ছিল।বাড়িতে এসে আমাদের ২ জনকে দড়ি দিয়ে বাঁধে এবং ১ টি ঘরে বন্ধ করে দেয়।তারপর সব কিছু নিয়ে পালিয়েছে।সোনার গহনা, নগদ টাকা,কিছু নথি নিয়ে পালিয়ে যায়।বাড়িতে ছিল ৭ জন।সব ঘরগুলি ভাঙতে পারেনি।হায়দার আালির ২ ভাই কর্মসূত্রে বাইরে থাকে।তাদের বাড়িতে কেও ছিল না,তাদের বাড়িতেও ডাকাতি হয়। খবর পেয়ে তদন্তে নেমেছে ঘাটাল থানার পুলিশ।

Developed by