Breaking
23 Dec 2024, Mon

চোরচিতা শিব মন্দিরে পুজো দিয়ে বেলিয়াবেড়া ব্লকে প্রচার শুরু করলেন বীরবাহা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সোমবার বেলিয়াবেড়া ব্লকের চোরচিতা গ্রামের চৌরেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডু। পুজো দেওয়ার পর এলাকায় মিছিল করেন প্রার্থী। প্রার্থীর সঙ্গে রয়েছে দুই বিধায়ক সুকুমার হাঁসদা, দুলাল মুর্মু, ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল, মহিলা তৃণমূলের কনভেনার সঞ্চিতা ঘোষ।

Developed by