Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রামে বিজেপির দেওয়াল লিখন মুছে দেবার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দোরগোড়ায় লোকসভা নির্বাচন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হচ্ছে ঝাড়গ্রামের রাজ্য রাজনীতি। অভিযোগ পাল্টা অভিযোগের সুর শাসক, বিরোধীদের গলায়। এবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কুনার হেমব্রম এর দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কুনার হেমব্রম এর সমর্থনে বিজেপির কর্মী ও সমর্থকরা ঝাড়গ্রাম জেলার ৯ নং ওয়ার্ডে বেশ কিছু দেওয়াল লিখন করেন। সেই দেওয়াল লিখন রাতের অন্ধকারে তৃণমূলের লোকজন মুছে দেয় বলে অভিযোগ তোলে বিজেপি কর্মী সমর্থকেরা। যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি তৃতীয় কোন দল সম্ভবত এ কাজের সঙ্গে যুক্ত। দেওয়াল লিখন মোছা তৃণমূলের কাজ নয়। যারা এই কাজ করুক না কেন তাদের বিরুদ্ধে কড়া সমালোচনা সুর শোনা গেল তৃণমূল নেতাদের গলায়।

Developed by