Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের খবরের জের, হারিয়ে যাওয়া মেয়ে সঙ্গীতা করকে ফিরে পেল বাবা-মা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার বাবার সঙ্গে বাজার করতে এসে ঝাড়গ্রাম শহরে হারিয়ে গিয়েছিল ঝাড়খণ্ডের বহড়াগুড়ার খণ্ডামৌদা গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্রী
সঙ্গীতা কর। বাবা লালমোহন কর মেয়েকে সঙ্গে নিয়ে এসেছিলেন ঝাড়গ্রামের দোকানে বাজার করতে। মেয়েটির বাবা চোখে কম দেখেন। বাসের সামনে মেয়েকে দাঁড়াতে বলেছিলেন। তারপর আর বাবাকে দেখতে পায়নি মেয়েটি। রাস্তায় কান্নাকাটি করতে দেখে ‘সেবা’ সংস্থার দুজন সদস্য তন্ময় সিংহ, সুদীপ্ত নায়েক এগিয়ে এসে বাচ্চাটিকে ঝাড়গ্রাম মহিলা থানায় নিয়ে যান। পুলিশ মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তারপর মেয়েটির বাবা-মা এসে বিকেলে ঝাড়গ্রাম মহিলা থানা থেকে মেয়েকে বাড়ি নিয়ে যায়।

Developed by