Breaking
23 Dec 2024, Mon

কুড়মী সমাজের বিভিন্ন দাবি দাওয়াকে নৈতিক সমর্থন জানাল কংগ্রেস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কংগ্রেস প্রার্থী যজ্ঞেশ্বর হেমব্রমের কর্মী সভায় যোগ দিতে একথায় বললেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
ঝাড়গ্রাম শহরের ডি এম হলে ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা অনুষ্ঠিত হয়। আজকের নির্বাচনী কর্মী সভায় উপস্থিত বক্তাদের মূল বক্তব্যই ছিল জঙ্গল মহলের সাঁওতাল ও আদিবাসী কুড়মী সমাজের বিভিন্ন দাবি দাওয়া। প্রদীপ বলেন, ST হওয়া সহ বিভিন্ন দাবি জানিয়েও বঞ্চিত হয়েছেন। কুড়মী ও সাঁওতাল দের বিভিন্ন দাবিকে সমর্থন জানাচ্ছি। কংগ্রেস ক্ষমতায় এলে আদিবাসী কুড়মী সমাজের বিভিন্ন দাবি সহ সারনা ধর্মের কোড চালু করার জন্য আশ্বাস দেন তিনি।

Developed by