Breaking
23 Dec 2024, Mon

কংগ্রেস প্রার্থী যগেশ্বর হেমব্রম জিতলেই ঝাড়গ্রাম-পুরুলিয়া রেললাইন বাস্তবায়ন হবেই : প্রদীপ ভট্টাচার্য

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কংগ্রেস প্রার্থী ঝাড়গ্রামে জিতলেই ঝাড়গ্রাম-পুরুলিয়া রেললাইন হবেই কর্মিসভায় জানালেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তিনি আরো বলেন, সাইকেল ও মোটর সাইকেল করে গ্রামে গ্রামে প্রচার কর, মানুষ কংগ্রেসকে ভোট দেবেন। রবিবার ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমোহন হলে কংগ্রেস প্রার্থী যগেশ্বর হেমব্রমের সমর্থনে নির্বাচনি প্রস্তুতি সভা করতে এসেছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

Developed by