Breaking
23 Dec 2024, Mon

আবগারি দপ্তরের আধিকারিদের মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মদের ভাটি ভাঙতে গিয়ে আবগারি দপ্তরের আধিকারিদের মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিস। শনিবার ধৃত পাঁচজনকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। গত সোমবার সন্ধ্যায় দু’টি গাড়িতে করে জেলা আবগারি সুপার মিলন বিশ্বাসের নেতৃত্বে আবগারি দপ্তরের আধিকারিক ও পুলিস কর্মীরা মিলিয়ে মোট ১১ জন অন্তপাতি গ্রামে হানা দেয়। ওই সময় একটি বাড়িতে সাত থেকে আটজন বসে চোলাই মদ খাচ্ছিল। আবগারি দপ্তরের আধিকারিকরা যেতেই মদ খেতে থাকা লোকজনরা ছুটে পালিয়ে। আধিকারিকরা এটি ঘরের মধ্যে থাকা মদ বাজেয়াপ্ত করার চেষ্টা করে। বাড়ির লোকরা মদ বের করতে বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় ঝামেলা শুরু হয়। তারপরই গ্রামের মহিলারা বেরিয়ে আসেন। আধিকারিকদের সঙ্গে গ্রামবাসীরা সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। চোলাইয়ের জিনিসপত্র বের করে নষ্ট করে আধিকারিকরা আসার সময় কিছু বাসিন্দা বিদ্যুতের ট্রান্সফর্মারের জাম্পার নামিয়ে দেয়। যারফলে গোটা গ্রাম অন্ধকার হয়ে পড়ে। তারপরই আবগারি দপ্তরের কর্মী ও আধিকারিকদের লাঠি ও কাঠের ফালি দিয়ে মারধর করে।

Developed by