Breaking
23 Dec 2024, Mon

দেব এর সমর্থনে পিংলা বিধানসভার উজিরপুরে কর্মী সভা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- পাঁচ বছর আগে এই দেবকে শুধু বলতে শোনা গেছিল আমাকে ভোট দেবেন তো । ঠিক পাঁচ বছর পর ২০১৯ এ ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী সেই দেব এবার নায়ক না পোড় খাওয়া রাজনীতিবিদ এর মতন রীতিমতন রাজ্য সরকারের প্রকল্পের কথা তুলে দিলেন নায়ক ও প্রাক্তন লোকসভার সাংসদ দেব চড়া রেদে কে উপেক্ষা না করে দেব কে দেখতে পিংলা বিধানসভার দুজিপুর এ কর্মী সভাতে উপস্থিত হাজার হাজার মানুষ । কন্যাশ্রী থেকে শুরু করে রাজ্য সরকারের যেসব প্রকল্প আছে সেসব কেন্দ্রীয় সরকার থেকে অনেকটা ভালো কাজ করেছে এই রাজ্য সরকার তাও তুলে ধরলেন অভিনেতা দেব । আজ দেব এর সমর্থনে পিংলা বিধানসভার উজিরপুরে এক কর্মী সভার অনুষ্ঠানে এসে তাকে আবার জিতিয়ে আনার অনুরোধ জানালো এলাকাবাসীদের । এইবার দেব আড়াই লক্ষ ভোট কে ছাপিয়ে ৩ লাখের বেশি ভোটে জয়লাভ করবে কারণ তার বিরুদ্ধে যে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী তার নাম দুর্নীতিগ্রস্ত ভারতী ঘোষ পাপ থেকে বাঁচার জন্য রাম শিবিরে গিয়ে রাম নাম করছে বাঁচার জন্য ত আর হবে না বললেন জেলা সভাপতি অজিত মাইতি ।

Developed by