Breaking
23 Dec 2024, Mon

এমপি জনগণের চাকর, মুখ দেখার জন্য মানুষ ভোট দেয় না :  ভারতী ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- এই সরকার অসুস্থ সরকার, পুলিশ কে সামনে রেখে চলে দাসপুর থানার নিজামপুর ভোট প্রচারে নেমে নাম না করে ফের তৃণমূল সরকারকে তোপ দাগলেন প্রাক্তন আইপিএস তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। শনিবার সকাল থেকে নিজামপুর এর বিভিন্ন গ্রামে ঢুকে বাড়ি বাড়ি ভোট প্রচারে নামেন ভারতী ঘোষ। শোনেন এলাকাবাসীর অভিযোগ এর কথা। ১০০ দিনের কাজ থেকে শুরু করে রাস্তাঘাট নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চনার অভিযোগ তুলে ধরেন ভারতী ঘোষ।

তৃণমূলের বিদায় সাংসদ অভিনেতা দেব কে কটাক্ষ করে তিনি বলেন , এমপি জনগণের চাকর, মুখ দেখার জন্য মানুষ ভোট দেয় না। তার দাবি, চোর বদনাম দিয়ে কিংবা জেলে ঢুকিয়ে ভারতী ঘোষ কে থামানো যাবেনা, তিনি জনগণের মুখ। তৃণমূল শিবির ভারতী ঘোষের ইমেজ নিয়ে যতই প্রশ্ন করুক না কেন তিনি যে এক ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না তা কার্যত পরিষ্কার। ভোট যুদ্ধে তিনি শেষ হাসি হাসেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

Developed by