Breaking
24 Dec 2024, Tue

শহরে পৃথক ঘটনায় ৫.৩৭ কোটি টাকার সোনা উদ্ধার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- শহরের বিভিন্ন অংশে তিনটি পৃথক অভিযানে মোট ৫.৩৭ কোটি টাকার চোরাই সোনা উদ্ধার করল রাজস্ব গোয়েন্দা শাখা। ঘটনায় মোট ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, গত সোমবার সদর স্ট্রিটের একটি হোটেলে হানা দিয়ে ৪.৯৮ কেজির সোনা উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ১.৬৫ কোটি টাকা। ঘটনায় মহেশ রাই ও রেজিনা ফারসিনসুঙ্গি নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। পরদিন অর্থাৎ মঙ্গলবার সল্টলেকের একটি গেস্ট হাউসে হানা দিয়ে জনৈক আইজ্যাক লালপেখলুয়ার থেকে ৩.৩২ কেজির সোনা উদ্ধার করেন ডিআরআই-এর গোয়েন্দারা। ১.০৯ কোটি টাকা মূল্যের ওই সোনা মায়ানমার থেকে মিজোরাম হয়ে কলকাতায় এসেছিল। অন্যদিকে, গতকাল বড়বাজারের হাঁসপুকুর লেনে হানা দিয়ে ৮.০৪ কেজির সোনা ও ৭৫.৩ লক্ষ টাকা উদ্ধার করেন গোয়েন্দারা। বাংলাদেশ থেকে ওই সোনা কলকাতায় আনা হয়েছিল। ঘটনায় রাজু দত্ত, চিরঞ্জিৎ দত্ত ও সুমন সাহা নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Developed by