Breaking
1 Nov 2024, Fri

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কাল থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। তুলনামূলকভাবে সম্ভাবনা বেশি সোমবার। এমনই জানাল আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, ওই সময় শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। পাশাপাশি উচ্চচাপ বলয়ের প্রভাবে তখন বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকবে। শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝাড়খণ্ড-ওড়িশার উপর থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে মেঘপুঞ্জ সৃষ্টি হয়েছে। তবে তা খুব একটা শক্তিশালী নয়। গতকাল দুপুরের পর প্রথমে নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা জেলা এবং পরে হাওড়া, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করে আবহাওয়া দপ্তর। তবে রাত পর্যন্ত কোথায় কত বৃষ্টি হয়েছে, তা জানা যায়নি।

Developed by