Breaking
24 Dec 2024, Tue

ভোট বড় বালাই ! মেঝেতে বসেই ভাত খেলেন প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : একেই বলে পরিবর্তন ! বিষয়টি অবাক মনে হতে পারে। কিন্তু বাস্তব আলাদা। মেলানো যাবে না হাইপ্রোফাইল বিজেপির ভোট প্রার্থী ভারতী ঘোষের সঙ্গে। একদা ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার পুলিশ সুপারের পদ সামলেছেন তিনি। তাঁর কথায় বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। সে কথা পুলিশ মহল শুরু করে জেলার রাজনৈতিক মহলের নেতাদের কাছে তা চর্চিত। তাঁর খাওয়া-দাওয়াতে ছিল বিলাসবহুল। পুলিশ মহল সূত্রে জানা গিয়েছে, তিনি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির থালা-বাটিতে খাবার খেতেন। কিন্তু ভোট বড়ই বালা ! তাঁকেই হাটু মুড়ে মেঝেতে বসে খেতে দেখা গেল। আসনে বসে কাঁসার থালা-বাটিতে দুপুরের ভাত খেলেন তিনি। চেয়ার-টেবিলে খেতে বসে প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের এহেন দৃশ্য দেখে মেলাতে পারছেন না অনেকেই। যদিও ওই খেতে বসার ছবি ভাইরাল হওয়ার পর অনেকে বলাবলি শুরু করেছেন এতো ভোটের ছবি !

Developed by