Breaking
24 Dec 2024, Tue

আগামী রবিবার, ৩১ মার্চ খোলা থাকছে সব ব্যাঙ্ক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আগামী রবিবার, ৩১ মার্চ, অর্থবর্ষের শেষ রবিবার, তাই খোলা থাকছে সব ব্যাঙ্ক।চলতি অর্থবর্ষে শেষ সুযোগ পাওয়া যাবে লেনদেন থেকে শুরু করে বেশ কিছু জরুরি কাজের। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক নির্দেশিকায় একথা জানিয়েছে। নির্দেশিকা অনুসারে, আগামী রবিবার ছুটির দিন হলেও ব্যাঙ্কে সব ধরনের কাজ চলবে। চলবে চেক জমা দেওয়া এবং অনলাইন ব্যাঙ্কিং-এর কাজও। NEFT, RTGS-এর সাহায্যে বা ব্যাঙ্কের শাখায় বিভিন্ন কাজ সেরে নেওয়া যাবে।NEFT’র ক্ষেত্রে কোন ঊর্ধ্বসীমা না থাকলেও RTGS-এর মাধ্যমে ট্রান্সফারের ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা বহাল থাকবে।NEFT’র ক্ষেত্রে সকাল ৮ টা থেকে রাত্রি ৭ টা পর্যন্ত কাজ চালু থাকবে। তবে RTGS -এর ক্ষেত্রে বিকাল সাড়ে চারটার পর আর সুযোগ পাওয়া যাবে না।

Developed by