Breaking
24 Dec 2024, Tue

রাজ্যে প্রথমবার শিবসেনা প্রার্থী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রাজ্য বিজেপি তৃণমূল কংগ্রেসেরই বর্ধিত একটা অংশ, বি-টিম। এই আওয়াজ তুলে বিজেপির ভোটব্যাঙ্ককে টার্গেট করে এ রাজ্যে এই প্রথমবার প্রার্থী দিয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা। মেদিনীপুর লোকসভা আসনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করে প্রার্থী হয়েছেন দিলীপবাবুর একসময়ের সহকর্মী তথা শিবসেনার রাজ্য সম্পাদক অশোক সরকার। অশোকবাবু এক সময় এ রাজ্যে বিজেপির নেতা ছিলেন। দল থেকে বহিষ্কারের পর যোগ দেন শিবসেনা দলে। দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইনিই মামলা করেন হাইকোর্টে।

শিবসেনার তরফে ঘোষণা করা হয়েছে, এ রাজ্যের ১৫ আসনে তারা লড়াই করবেন। ১১ আসনে শিবসেনা প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে। বাকি ৪ আসনের প্রার্থীর নাম দু-একদিনের মধ্যেই জানানো হবে বলে শিবসেনা সূত্রে খবর। বিজেপির নেতৃত্বাধীন NDA-এর শরিক শিবসেনা এই প্রথম এ রাজ্যে প্রার্থী দিয়েছে।

শিবসেনার রাজ্য সাধারণ সম্পাদক অশোক সরকার বলেছেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাজ্য বিজেপির নেই। তৃণমূলের অভিযুক্ত নেতারা দলে দলে এসে বিজেপিতে ভিড়েছেন। যে কারণে বিজেপি শরিক হয়েও প্রার্থী দিয়ে নির্বাচনে শামিল হতে হচ্ছে। তমুলক, কাঁথি, মেদিনীপুর, উত্তর কলকাতা. পুরুলিয়া, বারাকপুর, বাঁকুড়া. বারাসত, বিষ্ণুপুর, উত্তর মালদা ও যাদবপুরে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

Developed by