Breaking
24 Dec 2024, Tue

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর রোড শো ঘিরে বিশৃঙ্খলা, আহত ২২

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ২০১৯ এর লোকসভা নির্বাচনকে ঘিরে প্রচারে ব্যস্ত থাকে সব দলই৷ আর সেই সময় একটি আচমকা অঘটন ঘটলে কতটা খারাপ লাগতে পারে তা না দেখলে তা বোঝা যায় না। এমনি একটি ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর রোড শো-তে।জানা গেছে, সেখানে যখন তিনি রোড শো করছে তখন কিছু লোক আচমকা মুখ্যমন্ত্রীকে দেখার জন্য একটি উচু বিল্ডিং এ উঠে। সেই সময় সেখান থেকে বিল্ডিঙয়ের একটি অংশ ভেঙ্গে পরে। ওই ঘটনায় প্রায় ২২ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে৷ এরই মাঝে, আহতদের দেখতে হাসপাতালে উপস্থিত হন মন্ত্রী পারিতালা সুনীতা৷ তাদের আর্থিক সাহায্যের ব্যবস্তাও করেন বলে জানা যায়৷ এদিকে আহতদের মধ্যে তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এবং একজনকে বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে৷

Developed by