Breaking
24 Dec 2024, Tue

ভারতী ঘোষকে নিয়ে পোস্টার পড়ল ঘাটালে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- এ বারের লোকসভা ভোটে ঘাটাল থেকে বিজেপি পার্থী করেছে পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষকে। তাঁকে নিয়ে বিজেপির অন্দরমহলের কোন্দল দেখা দিয়েছে বলে শোনা গিয়েছে। সম্ভবত তার জেরেই ঘাটালে প্রার্থীর বিরুদ্ধে পোস্টার পড়ার ঘটনা প্রকাশ্যে আসতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ওই পোস্টার থেকে জানা যায়, বিজেপির যুব মোর্চার তরফে তা লাগানো হয়েছে। যেখান লেখা রয়েছে, “ঘাটালের বিজেপি প্রার্থী গোরু চুরি, সোনা চুরি এবং বালি পাচারে অভিযুক্ত ও তৃণমূলের দালাল ভারতী ঘোষকে আমরা মানছি না, মানব না”। যদিও বিজেপির যুব মোর্চার নাম নিয়ে ওই পোস্টার লাগানো হলেও কে বা কারা তা লাগিয়েছে, তা জানা যায়নি।

ভোটের প্রচারে ঘাটালেই রয়েছেন ভারতী। স্বাভাবিক ভাবেই এই ধরনের ঘটনা তাঁরও চোখ এড়ায়নি। তিনি সংবাদ মাধ্যমের কাছে এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, “এটা চক্রান্ত ছাড়া কিছু নয়। আমি খোঁজ নেব”।

Developed by