Breaking
24 Dec 2024, Tue

গ্যাস সিলিন্ডার ফেটে মৃত ৪

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ফের গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু ৪ জনের৷ ওই ঘটনায় আরও বেশ কয়েজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর এলাকায়। জানা গিয়েছে, একটি দোকানে রাখা অক্সিজেন সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ ঘটেছে৷ সেখানেই ওই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের নাম হল অংশু যাদব(১৬),জ্যোতি যাদব (১৯),সঞ্জয় (৩৮) এবং মেহতাব আলম(২৬)৷ প্রথম দুজন জাফরবাদের বাসিন্দা এবং দ্বিতীয় দুজন জৌনপুরের জালাপুর এলাকার বাসিন্দা৷ পাশাপাশি যারা আহত তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই ওয়ার্কশপে সাতজন কাজ করছিল৷ বিস্ফোরণে তারা সকলেই প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ধ্বংসস্তূপ সরালে আরও দেহ বেরিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে৷

Developed by