Breaking
25 Dec 2024, Wed

ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ‘লাল সেলাম’ জানালেন দলের কর্মীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাম থেকে রাম হয়েছে। তাই হয়তো মুখ ফস্কে বেরিয়ে গেল সেই চেনা পুরোনো স্লোগান। বামেদের ক্ষমতা যাওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলার বেশির ভাগ বাম কর্মীরা দলবদল করে বিজেপিতে নাম লিখিয়েছেন। কিন্তু পুরোনো জিনিস কি সহজে ভোলা যায় ! তাই শেষমেষ স্লোগান দিতে দিতে হঠাৎই দলীয় প্রার্থী ভারতী ঘোষকে বরণ করার সময় মুখ ফস্কে জানিয়ে ফেলল,’তোমায় জানাই লাল লাল লাল সেলাম৷’ যা শুনেই পাশে দাঁড়িয়ে থেকে মুচকি হাসছেন বিজেপির মহিলানেত্রী অন্তরা ভট্টাচার্য।

Developed by