Breaking
25 Dec 2024, Wed

ভেঙে গেল আদিবাসী সম্বন্বয় মঞ্চ, আলাদা প্রার্থী দেওয়ার ঘোষণা করল ভূমিজ-মুন্ডারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভেঙে গেল আদিবাসী সম্বন্বয় মঞ্চ। সেখান থেকে বেরিয়ে এসে ‘পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ-মুন্ডা কল্যাণ সমিতি’। লোকসভা ভোটে নির্দল প্রার্থী দেওয়ার ঘোষণা করলেন মুণ্ডা ও ভূমিজ সমাজের নেতারা। বৃহস্পতিবার ঝাড়গ্রামে বৈঠকের পরে মুণ্ডা ও ভূমিজ সমাজের নেতারা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর ও বাঁকুড়া লোকসভা আসনে প্রার্থী দেবেন তাঁরা। এদিন ঝাড়গ্রাম ও পুরুলিয়া আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ঝাড়গ্রামে প্রার্থী হলেন মিত্তন সিং সর্দার। পেশায় হাইস্কুলের শিক্ষক। তাঁর বাড়ি বন্দোয়ানে। তিনি বর্তমানে মেদিনীপুরে শহরের কেরানিচটি এলাকায় থাকেন। পুরুলিয়ার প্রার্থীর নাম বর্জুরাম সিং সর্দার। তিনি অবসরপ্রাপ্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মী।

Developed by