Breaking
1 Nov 2024, Fri

বিশ্বের সর্বোচ্চ ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে এদেশেই, জানুন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এবারের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ১৫ হাজার ২৫৬ ফুট উচ্চতায় অবস্থিত হিমাচল প্রদেশের ছোট্ট গ্রাম তাশিগাং হল বিশ্বের সর্বোচ্চ ভোটগ্রহণ কেন্দ্র। এই গ্রামটি রয়েছে লাহুল-স্পিতি উপত্যকায়। মান্ডি লোকসভা আসনটির মধ্যে রয়েছে ১৭টি বিধানসভা ক্ষেত্র। লাহুল-স্পিতি তার অন্যতম। এর আগে ১৪ হাজার ৪০০ ফুট উচ্চতায় অবস্থিত হিক্কিম ছিল ভারতের সর্বাধিক উচ্চতায় অবস্থিত ভোটগ্রহণ কেন্দ্র। ভারত-চীন সীমান্ত থেকে ২৯ কিলোমিটার দূরে অবস্থিত এই ভোটগ্রহণ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন তাশিগাং এবং গেতে গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, দু’টি গ্রাম মিলিয়ে এখানে মোট ভোটারের সংখ্যা ৪৮। এখানে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা যথাক্রমে ৩০ এবং ১৮ জন। ৭৮ বছরের রিজিনই হলেন এই কেন্দ্রের বর্ষীয়ান ভোটার। এখানে মোবাইলের সংযোগ নেই। তাই, ১৯ মে ভোটগ্রহণের সময় ভোটকর্মীরা স্যাটেলাইট ফোন ব্যবহার করবেন।

Developed by