ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এবারের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ১৫ হাজার ২৫৬ ফুট উচ্চতায় অবস্থিত হিমাচল প্রদেশের ছোট্ট গ্রাম তাশিগাং হল বিশ্বের সর্বোচ্চ ভোটগ্রহণ কেন্দ্র। এই গ্রামটি রয়েছে লাহুল-স্পিতি উপত্যকায়। মান্ডি লোকসভা আসনটির মধ্যে রয়েছে ১৭টি বিধানসভা ক্ষেত্র। লাহুল-স্পিতি তার অন্যতম। এর আগে ১৪ হাজার ৪০০ ফুট উচ্চতায় অবস্থিত হিক্কিম ছিল ভারতের সর্বাধিক উচ্চতায় অবস্থিত ভোটগ্রহণ কেন্দ্র। ভারত-চীন সীমান্ত থেকে ২৯ কিলোমিটার দূরে অবস্থিত এই ভোটগ্রহণ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন তাশিগাং এবং গেতে গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, দু’টি গ্রাম মিলিয়ে এখানে মোট ভোটারের সংখ্যা ৪৮। এখানে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা যথাক্রমে ৩০ এবং ১৮ জন। ৭৮ বছরের রিজিনই হলেন এই কেন্দ্রের বর্ষীয়ান ভোটার। এখানে মোবাইলের সংযোগ নেই। তাই, ১৯ মে ভোটগ্রহণের সময় ভোটকর্মীরা স্যাটেলাইট ফোন ব্যবহার করবেন।