Breaking
25 Dec 2024, Wed

তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুর সমর্থনে দেওয়াল লিখন শহরের ৪ নম্বর ওয়ার্ডে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোটযুদ্ধে একইঞ্চিও জমি ছাড়তে নারাজ কোন রাজনৈতিক দল। বৃহস্পতিবার ৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যেগে তৃণমূল প্রার্থী বিরবাহা সরেন টুডুর সমর্থনে দেওয়াল লিখন চলছে ঝাড়গ্রাম শহরের এর জামদা এলাকায়। দেওয়াল লিখন করছেন খোদ ৪ নম্বর ওয়ার্ড কনভেনার সঞ্জয় গরাই। এদিন ওই ওয়ার্ডের সিংহভাগ এলাকায় দেওয়াল লিখন করা হয়। আজকের এই দেওয়াল লিখনের সময় কনভেনার ছাড়াও উপস্হিত ছিলেন শিবশংকর পাল , প্রভাত মান্ডি ও পার্থ ব্যানার্জী প্রমুখ।

Developed by