Breaking
25 Dec 2024, Wed

সিপিএম নেতা গৌতম দেবের বাড়িতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির পুলিস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সিপিএম নেতা গৌতম দেবের বাড়িতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির পুলিস। রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে কটুক্তি করার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অভিযোগ বেশ কিছু আগে গৌতমবাবু রাজ্যের মুখ্যমন্ত্রীনিয়ে কটুক্তিকর মন্তব্য করায় জনৈক ব্যক্তি তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগ করে। তার ভিত্তিতেই গৌতমবাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু কয়েকমাস ধরে এই সিপিএম নেতা নানা শারীরিক সমস্যায় জর্জরিত। বিষয়টি পুলিসের জানা ছিল। তাই পুলিস গৌতমবাবুর নিউটাউনের বাড়িতে যায় তাঁর মেডিকেল তথ্য নিতে। আপাতত গ্রেপ্তার হচ্ছেন না তিনি।

Developed by