Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রাম জেলায় অস্বাভাবিক মৃত্যু হল এক মহি‌লার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মাথায় আঘাতের ফলে অস্বাভাবিক মৃত্যু হল এক মহি‌লার। বুধবার ভোরে বেলিয়াবেড়া থানার পড়াশিয়া গ্রামের বাড়িতে মৃত্যু হয়।মৃতার নাম, আশা পাতর (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার স্বামী সুরেন পাতরের সঙ্গে ঝগড়া-ঝাঁটি হয় আশার। ওই সময় আশার ছেলে-বৌমা বাড়িতে ছিলেন না। ছেলে বাড়ি ফিরে দেখেন পড়শিরা মাথায় চোট পাওয়া আশাকে উদ্ধার করে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তবে এই ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি।

Developed by