Breaking
25 Dec 2024, Wed

বুধবার থেকে বন্ধ মেট্রো গেট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স : শুরু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার কাজ। যার জেরে বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকবে এসপ্লানেড মেট্রো স্টেশনের এস এন ব্যানার্জি রোড সংলগ্ন ৪ নম্বর মেট্রো গেট। মেট্রো রেল সূত্রে খবর, সুড়ঙ্গ খননের জন্য নির্দিষ্ট টানেল বোরিং মেশিন ওই দূরত্ব অতিক্রম করে গেলে আবার ওই মেট্রো গেট টি খুলে দেওয়া হবে।

সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয় বুধবার থেকে শুরু হবে পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার কাজ।

সাময়িকভাবে ঘরছাড়া হতে হবে এসপ্লানেড চত্বরের বেশ কিছু পুরনো বাড়ির বাসিন্দাদের।

বন্ধ রাখতে হবে এস এন ব্যানার্জি রোড সংলগ্ন একাধিক দোকানও।

সেই সঙ্গে বন্ধ রাখা হবে এস এন ব্যানার্জি রোড সংলগ্ন ৪ নম্বর মেট্রো গেট।

সূত্রের খবর, আবাসিকদের সাময়িকভাবে চাঁদনি চক সংলগ্ন বেসরকারী কয়েকটি হোটেলে রাখা হবে ।

ইতিমধ্যেই কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের তরফে এস এন ব্যানার্জি রোডের মুখ থেকে রিগ্যাল সিনেমা পর্যন্ত রাস্তার ডান দিক ঘেঁষা সব ক’টি বাড়িতে এই মর্মে আইনি নোটিস পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার থেকে টানা রবিবার পর্যন্ত মেট্রো গেট বন্ধ থাকায় সমস্যার সম্মুখীন হবেন আমজনতা তা স্পষ্ট।

এর আগেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খননের কাজের জন্য চাঁদনি থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রোর গতি বেঁধে দেওয়ায় প্রায় সব মেট্রোই দেরিতে চলছিল।

Developed by