Breaking
26 Dec 2024, Thu

ধর্মতলার অনশন মঞ্চ থেকে ফেরার পথে আচমকাই মমতা পৌছে গেলেন চেতলা বাজারে, সাধারণের ভিড়ে মুখ্যমন্ত্রীকে দেখে অবাক সবাই

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স : তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। একটা গোটা রাজ্যের দায়িত্ব তাঁর কাঁধেই। নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে ছুটে গিয়েছিলেন ধর্মতলায় এসএসসির অনশন মঞ্চে আর তারপর সেখান থেকে সোজা বাজারে। বুধবার সন্ধ্যায়, হঠাৎ কী মনে হল চেতলা বাজারে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবজি বাজার করতে। তাঁর ঘনিষ্ঠ মহল অবশ্য বলছে, চোখে পড়লে টুকটাক তিনি কেনেন।

জানা গিয়েছে, ধর্মতলা থেকে ফেরার পথে মেয়র ফিরহাদ হাকিম ও শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কালীঘাটেই ফিরছিলেন মমতা। ফেরার পথে মেয়রকে হঠাৎ বলেন, চল তো ববি চেতলা বাজারে যাব।বলা মতোই কাজ। আচমকা সাধারণ মানুষের মতোই ঢুকে গেলেন বাজারে। দেখে প্রথমে হকচকিয়ে যান অনেকেই। তার পর শাক সবজি কিনতে শুরু করে দেন তিনি। সেই সঙ্গে বেছে আচারের জন্য লাল লঙ্কাও কিনেছেন বাজার থেকে। তাঁকে বলতে শোনা গেল, আচার কা লঙ্কা হ্যায়, দার্জিলিং মে বহত বড়িয়া মিলতা হ্যায়।

Developed by