Breaking
25 Dec 2024, Wed

২৩ মে-র পর সমস্যার সমাধান হবে, কথা দিচ্ছিঃ মমতা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স : এসএসসি-র অনশনকারীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে অনশন মঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কথা বলেন, অনশনকারীদের সঙ্গে। আশ্বাস দেন, যোগ্যরা যাতে বঞ্চিত না হন তা তিনি দেখবেন। রাজ্য সরকার অনশনরত এসএসসি চাকরি প্রার্থীদের বিষয়টি আইনের পথে দেখে ব্যবস্থা নেবে।

আজ দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশের পরে সোজা ধর্মতলায় গিয়ে টানা ২৮ দিন ধরে চলা এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে উপস্থিত হন। সেখানে গিয়ে অনশনরত প্রার্থীদের সঙ্গে কথা বলেন। রাজ্যে এখন নির্বাচনী আচরনবিধি চলছে বলে জানিয়ে তিনি বলেন, এখনই কোনও প্রতিশ্রুতি দিতে পারছি না।

তবে আইনের পথে গিয়ে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখা হবে। বলেন, ২৩ মে ভোটের রেজাল্ট বেরোবে, তার পর সমস্যার সমাধান হবে, কথা দিচ্ছি।

নির্বাচনী বিধির প্রসঙ্গ তুলে মমতা বলেন, কোনও রকম প্রতিশ্রুতি দিয়ে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করতে পারব না, তবে পাশে আছি। আপনাদের বিষয়টা শিক্ষামন্ত্রীকে দেখার কথা বলেছি।

রাজ্যে এই মুহূর্তে নির্বাচনের কারণে মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে, এই কারণে চাকরির ক্ষেত্রে কোনও রকম প্রতিশ্রুতি এখন দিতে পারছি না। তবে বিশ্বাস রাখুন।

পাশাপাশি এদিন তিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দু’জন ছাত্রী সহ কমিটিতে মোট পাঁচজন ছাত্র-ছাত্রীকে রাখতে নির্দেশ দেন। তাঁদের সঙ্গে নির্দিষ্ট সময়ে বৈঠক করার কথাও বলেন।

Developed by