Breaking
24 Dec 2024, Tue

ছুটি কাটিয়ে অবশেষে বায়ুসেনার বেসক্যাম্পে ফিরলেন উইং কমান্ডার অভিনন্দন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স : ১২ দিনের ছুটি শেষ করে মঙ্গলবার কাজে যোগ দিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। চার সপ্তাহের জন্য তিনি অসুস্থতা জনিত ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ১২ দিনের মাতায় কাজ যোগ দিলেন।

মিগ-২১ বাইসন যুদ্ধবিমান নিয়ে তাড়া করেন পাকিস্তানি এফ-১৬কে। তাঁর যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভেঙে পড়ে এফ-১৬।

পাক সেনার হাতে গত মাসে বন্দি হয়েও, দু’দিন পর গত ১ মার্চ ভারতে ফিরে এসেছিলেন ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার । দেশে ফিরে হাসপাতালে চিকিৎসা হয় তাঁর। তারপর অভিনন্দনের পাকিস্তান অভিযানের রিপোর্ট তৈরি করে গোয়ান্দা সংস্থা। সেই কাজ চলে দু’সপ্তাহ ধরে। এর পরে চার সপ্তাহের ‘সিক লিভ’ পান তিনি।

সেখানে তাঁর সমস্ত শারীরিক পরীক্ষা হয়। এর পর ১২ দিন আগে তাঁকে অসুস্থতা জনিত ছুটি দেওয়া হয়েছিল। চার সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয়েছিল। পুরো ছুটি না নিয়েই তিনি শ্রীনগরে গিয়ে কাজে যোগ দিলেন।

তিনি চেন্নাইয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর চেয়ে শ্রীনগরে বায়ুসেনার বেস ক্যাম্পে গিয়ে কাজে যোগ দেওয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তাঁর বদলে তিনি যোগ দিয়েছেন বায়ুসেনার স্কোয়াড্রনে, শ্রীনগরে।পাক কব্জায় থাকার আগে ভারতীয় বায়ুসেনার এই স্কোয়াড্রনে নিযুক্ত ছিলেন তিনি। অভিনন্দনের কাজের স্থলে যোগ দেওয়ার খবর মঙ্গলবার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

Developed by