ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : চোলাই মদের ভাটি রেড করতে গিয়েছিলেন ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তরের অফিসার ও কনস্টেবলরা। ঝাড়গ্রাম ব্লকের অন্তপাতি গ্রামে দুটি গাড়িতে গিয়েছিলেন জেলা আবগারি দপ্তরের সুপারের নেতৃত্বে মোট ১০ জন। মদ রেড করতে যাওয়ায় গ্রামবাসীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখনই বিদ্যুতের জাম্পার নামিয়ে গোটা গ্রাম অন্ধকার করে দেয় বাসিন্দারা। তারপর শুরু করে মারধর। রাতের অন্ধকারে লুকিয়ে পড়লেও খুঁজে খুঁজে তাদের বের করে গ্রামবাসীরা। কাঠ ও বাঁশ দিয়ে বেধড়ক পেটায় গ্রামবাসীরা। পরে ঝাড়গ্রাম থানার পুলিশ গিয়ে উদ্ধার করে আনে। দুটি গাড়ির কাঁচও ভেঙে দিয়েছেন গ্রামবাসীরা। রাতের অন্ধকারে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়। গ্রাম অন্ধকার করে আবগারি অফিসার ও কনস্টেবলদের বেধড়ক মারের ঘটনা ঝাড়গ্রাম জেলায় প্রথম। কমবেশি তিনজন জখম হয়েছেন। একজন কনস্টেবল ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।