Breaking
26 Dec 2024, Thu

ভোট লুঠ রুখতে বুথে ত্রিস্তরীয় বলয় করবে বিজেপি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম লোকসভার আসনে প্রচার শুরুতেই জমে উঠেছে। এবারে ভোট লুঠ রুখতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। নয়াগ্রামের গোখুরপালে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওই সভা থেকেই সে কথা ঘোষণা করেন বিজেপির ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক অবনী ঘোষ। তিনি বলেন,’বুথে ত্রিস্তরীয় বলয় করা হবে।’ দিলীপ ঘোষ বলেন,’এবার মানুষ নিজের ভোট নিজে দেবেন। আর তৃণমূল বাড়িতে বসে বসে দেখবে। আমরা ভোট করাব। কেন্দ্রীয় বাহিনী আসবে আপনারা নির্ভয়ে ভোট দেবেন।’

Developed by