Breaking
26 Dec 2024, Thu

বিজেপি ক্ষমতায় এলে ঝাড়গ্রাম থেকে ওড়িশা ভায়া গোপীবল্লভপুর-নয়াগ্রাম রেল লাইন হবে : অবনী ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম লোকসভার আসনে প্রচার শুরুতেই মাত করল বিজেপি। নয়াগ্রামের গোখুরপালে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভায় বিজেপির ঝাড়গ্রাম জেলা সাধারণ সম্পাদক অবনী ঘোষ চাঁচাছোলা বক্তব্য রাখেন। তিনি বলেন, বিজেপি ২০১৯ এ ক্ষমতায় এলে ঝাড়গ্রাম থেকে ওড়িশা ভায়া গোপীবল্লভপুর-নয়াগ্রাম হয়ে রেল লাইন আমরা করে দেব। যার ফলে এলাকার মানুষকে আর বাইরে যেতে হবে না। এখানে শিল্প হবে। এলাকার মানুষজন কাজ পাবেন।

Developed by