Breaking
27 Dec 2024, Fri

ভারতী ঘোষের সমর্থনে ঘাটালে বিজেপির সভায় ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী যিষ্নু দেব বর্মন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ঘাটালে বিজেপির সভায় ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী যিষ্নু দেব বর্মন। ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে ঘাটাল লোকসভার প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে সভায় হাজির হন তিনি।ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির নির্বাচনী জনসভা।ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে ঘাটালে আজ প্রথম জনসভা।এই জনসভায় উপস্থিত ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন,রাজ্য কমিটির সম্পাদক তুষার মুখার্জি,ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য, প্রার্থী ভারতী ঘোষ, সাংগঠনিক জেলার নেতা নেতৃ ও প্রায় ৫ হাজার কর্মী সমর্থক।সদ্য কংগ্রেস ত্যাগ করে আসা জগন্নাথ গোস্বামীও উপস্থিত ছিলেন।

Developed by