Breaking
28 Dec 2024, Sat

ঝাড়গ্রামে শুরু হল বই মেলা

রবিবার বিকালে ঝাড়গ্রাম শহরের ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুরু হল বইমেলা। বইমেলা কমিটির উদ্যোগে শুরু হওয়া এই মেলা ছয় বছরে পা দিল। এদিন বইমেলার উদ্বোধন করেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শুভকরানন্দ। উপস্থিত ছিলেন মানিকপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের স্বামী ভবানন্দ, রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবনারায়ন রায়, শিক্ষাব্রতী অমৃত নন্দী প্রমুখ। শুভ দাশ গুপ্তর লেখা বইমেলার সমবেত গান পরিবেশন করেন দেবরূপা রায়, দেবলীনা দাশগুপ্ত প্রমুখ। বই মেলার স্মারক পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন অতিথিরা। মেলা চত্ত্বরে ২৫ টি প্রকাশন সংস্থা বইয়ের স্টল রয়েছে। মেলা চলবে ৩১ মার্চ পর্যন্ত।

Developed by