Breaking
26 Dec 2024, Thu

‘CCTV ফুটেজ দেখান, প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ : অভিষেক বন্দ্যোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিমানবন্দরে তাঁর স্ত্রীর কাছে ২ কেজি কেন, ২ গ্রাম সোনাও ছিল না। সাংবাদিক সম্মেলন করে এই দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর চ্যালেঞ্জ, ‘CCTV ফুটেজ দেখান। অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।’ রাজনৈতিকভাবে ভয় পেয়েই বিজেপি, কংগ্রেস ও সিপিএম এই উপায়ে ভোটের আগে ফায়দা তুলতে চেয়েছে বলে অভিযোগ করেন অভিষেক।

রবিবার সাংবাদিক সম্মেলনের শুরুতেই অভিষেক বলেন, তাঁর এদিনের বক্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত কারণে এই সাংবাদিক সম্মেলন বলে জানিয়ে তিনি বলেন, ‘বেশ কয়েকটি পোর্টালে দাবি করা হয়েছিল, আমার স্ত্রীকে সোনা ও টাকা সমেত গ্রেফতার করা হয়েছে বিমানবন্দরে। এই খবরের সত্যতা নেই। সর্বৈব মিথ্যে। ভোটের ফায়দা তুলতে ভাইরাল করা হয়েছে এই খবর।’

দিল্লির চাপেই এই কাণ্ড হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘কাস্টমস FIR করার আগেই কয়েকটি জাতীয় চ্যানেলের কাছে তার কপি পৌঁছে যাচ্ছে। কাস্টমসের FIR-এর আগেই তা ফাঁস হল কীভাবে? চিঠির কপির কভার লেটারে লেখা রয়েছে সিক্রেট। FIR-এর খসড়া দিল্লি থেকে করে পাঠানো হয়েছে। রাফালের কাগজও প্রতিরক্ষা মন্ত্রকের থেকে হারিয়ে যাচ্ছে।’

অভিষেকের প্রশ্ন, যদি ২ কেজি সোনা নিয়ে আটক করা হয় তাঁর স্ত্রীকে, তাহলে সেই সোনা বাজেয়াপ্ত করা হল না কেন? খবর হয়েছে যে, শুল্ক দফতরকে স্থানীয় পুলিশ বাধা দেয়। তাহলে কেন কাস্টমস কর্তারা CISF-এর সহায়তা নিল না, সেই প্রশ্নও তোলেন তৃণমূল নেতা। তাঁর কটাক্ষ, ‘এটাই বিজেপি, কংগ্রেস ও সিপিএম-এর সংস্কৃতি, এরা রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না বলেই ব্যক্তিগতভাবে আক্রমণ করে।’

শুল্ক দফতর তাঁর স্ত্রীয়ের কাছে টাকা চেয়েছে বলে অভিযোগ করে অভিষেক বলেন, ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে তাঁর স্ত্রীকে হেনস্থা করা হয়। তাঁর চ্যালেঞ্জ, ‘প্রমাণ থাকলে CCTV ফুটেজ দেখান। কোনও ক্লিপে যদি দেখা যায়, শুল্ক দফতরকে স্থানীয় পুলিশ বাধা দিয়েছে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।’

অভিষেক জানান, তাঁর স্ত্রী অসুস্থ। চিকিত্‍‌সার জন্য তিনি ব্যাংকক গিয়েছিলেন। সেখান থেকেই ফেরার সময় পরিকল্পিতভাবে তাঁকে হেনস্থা করা হয়। তাঁর অভিযোগ, ‘অমিত শাহের বিরুদ্ধে আমি মামলা করেছি বলেই ওরা ভয় পেয়েছে। তাই আমার স্ত্রীকে টার্গেট করা হল।’

কেন ঘটনার ৭ দিন পর FIR দায়ের করা হল, সেই প্রশ্ন তুলে অভিষেক জানান, তাঁরাও FIR দায়ের করেছেন। প্রয়োজনে মানহানির মামলা করবেন। এই ঘটনায় তিনি সব ধরনের তদন্তের জন্য তৈরি আছেন বলেও জানিয়েছেন অভিষেক।

Developed by