Breaking
29 Dec 2024, Sun

ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু এক স্কুল ছাত্রীর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। পরীক্ষার্থীর। শুক্রবার বিকালে ঝাড়গ্রাম থানার পাঁচামী গ্রামের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। মৃত ছাত্রীর নাম সাজো মুর্মু (১৭)। তার বাড়ি ঝাড়গ্রাম থানার পাথরচাকড়ি গ্রামে। সাজো এবারই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। লালগড় ব্লকের রানারানী হাইস্কুলের ছাত্রী। সাজো রানারানী হাইস্কুলের হস্টেলে থেকে পড়াশুনা করত।

Developed by