Breaking
27 Dec 2024, Fri

মালদায় সভা থেকে একযোগে মোদী ও মমতাকে বিঁধলেন রাহুল গান্ধী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- প্রধানমন্ত্রী সারা দিন মিথ্যা কথা বলেন। প্রথমে বললেন আমি চৌকিদার, প্রধানমন্ত্রী নই। এখন বলছেন দেশের সবাই চৌকিদার। মোদীজি সবার বাড়িতে চৌকিদার থাকে না। আপনি নীরব মোদী অনীল আম্বানি। মেহুল চোকসিদের চৌকিদার। দেশ ভক্তির কথা বলেন আর ভারতের ৩০ হাজার কোটি টাকা অনীল আম্বানিদের টাকা পাইয়ে দেন। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2019) আগে আজ মালদায় এসে সভা কর একথাই বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তিনি বলেন, একজন মানুষ বাংলা চালান। এটা কেন হবে? মমতাজি বাংলায় কর্মসংস্থানের ব্যবস্থা করেননি। কৃষকদের জন্য কিছু করেননি। আর অন্যদিকে প্রধানমন্ত্রী আচমকা একদিন রাতে ভাবলেন তাঁর ৫০০ এবং হাজার টাকার নোট পছন্দ নয়। তাই বাতিল করে দিলেন। একবার আমাদের সরকার আসুক দেখুন কী হয়! সরকারি হাসপাতাল থেকে শুরু করে সরকারি স্কুল হবে। কম খরচে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। প্রত্যেক নাগরিকের জন্য রোজগার সুনিশ্চিত করা হবে। মালদার আম ভাল হয়। আম থেকে নানা রকমের জিনিস তৈরির জন্য কারখানা তৈরি হবে এই এলাকাতেই। রাহুল বলেন, তৃণমুলের সরকার এসেও কোনও পরিবর্তন হয়নি। আগে সংগঠনের জন্য সরকার চলত। এখন একজন ব্যক্তির জন্য সরকার পরিচালিত হয়। যতক্ষণ না এ রাজ্যে কংগ্রেসের সরকার তৈরি হবে ততক্ষণ বাংলার উন্নতি সম্ভব নয়।

Developed by