Breaking
25 Dec 2024, Wed

প্রার্থী পছন্দ না হওয়ায় দলত্যাগী সিপিআই কর্মীরা অবশেষে যোগ দিল তৃণমূল শিবিরে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- প্রার্থী পছন্দ না হওয়ায় দলত্যাগী সিপিআই কর্মীরা অবশেষে যোগ দিল তৃণমূল শিবিরে। বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিপ্লব এর নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিপিআই এর খড়্গপুরের নিচুতলার কর্মীরা। গত সপ্তাহের শেষে সি পি আই ছাড়ে ৩০০ জন দলীয় কর্মী। অবশেষে শনিবার ভোট প্রচারে মানুষ ভূঁইয়ার এক দলীয় সভায় অসিত মালের হাত ধরে তৃণমূলে যোগ দিলো সি পি আই ছেড়ে আসা ৩০০ কর্মী। ভোটের আগে খড়গপুরের মতো জায়গায় এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের॥

Developed by