ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দু’দশক বাদে নাম বদলাল তৃণমূলের (TMC)। এখন থেকে শুধুই তৃণমূল। নামের সঙ্গে থাকা কংগ্রেস (Congress) শব্দটি আর ব্যবহার করবে না তৃণমূল। দলের ব্যানার থেকে শুরু করে পোস্টার সব জায়গাতেই থাকবে শুধু তৃণমূল কথাটি। কিন্তু নির্বাচন কমিশনে এখনও নিজেদের পুরনো নাম (সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস)-ই রাখছে জোড়া ফুল শিবির। নয়ের দশকের শেষে কংগ্রেস থেকে বেরিয়ে এসে আলাদা দল গড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় লোকসভা নির্বাচন দিয়েই যাত্রা শুরু হয় দলের। তারপর একে একে অন্য নির্বাচনেও লড়তে থাকে তৃণমূল। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই দীর্ঘ সময় নিজেদের নামের সঙ্গে কংগ্রেস শব্দটি ব্যবহার করে এসেছে তৃণমূল। এবার আর তা হবে না। এখন থেকে শুধুই তৃণমূল।