Breaking
26 Dec 2024, Thu

যেখানেই প্রথম দাঁড়ায় সেখানেই জিতি,প্রার্থী দিলীপের প্রতিক্রিয়া

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- নির্বাচনে এই বাংলায় আগামী ২৩শে মে ২৩টা সিট জয় করে দেখিয়ে দেব।আমি যেখানেই প্রথম দাঁড়ায় সেখানেই জিতি। খড়গপুর,মেদিনীপুরের লোক মাফিয়া রাজ আর চায় না তাই তৃণমূল মেদিনীপুর লোকসভাতে আর জিততে পারবে না।ভারতী ঘোষ সম্বন্ধে জানান উনি দক্ষ পুলিশ অফিসার ছিলেন।কিন্তু ওনার ওপর অনেক অত্যাচার হয়েছে,রাজনৈতিক স্বার্থে ওনাকে ব্যবহার করা হয়েছে। উনি সেই অত্যাচারের প্রতিবাদ রাজনৈতিকভাবে প্রতিশোধ নিতে চান।আমার মনে হয় ঘাটালের মানুষ ওনাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবে।

আর তৃনমূল প্রার্থী মানষ রঞ্জন ভূঁইয়া সম্বন্ধে বলে উনি গত লোকসভা নির্বাচনে হেরেছেন,এবারেও হারবেন। হেরে যাওয়ার ভয়ে আগে থেকেই রাজ্যসভার সদস্য হয়েছেন।

Developed by