Breaking
26 Dec 2024, Thu

ভারতীকে শুভেচ্ছা জানিয়ে টুই্যট করলেন দেব

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রাজনীতির লড়াই একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও সৌজন্য থাকবে। আর তেমনটাই মনে করালেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। কিছুদিন আগে তাঁর বিরোধী সিপিআই প্রার্থী হিসাবে তপন গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই শুভেচ্ছা জানিয়েছিলেন দেব। বলেছিলেন, “আমরা যেই জিতি বা হারি সবাই একসঙ্গে ঘাটালের মানুষজনের সুখ-দুঃখের সঙ্গে থাকব। আর এবার সেই ঘাটালে বিজেপি’র প্রার্থী প্রাক্তন পুলিশ অফিসার ভারতী ঘোষকে শুভেচ্ছা জানালেন এই টলিউড তারকা। টুইটারে লেখেন,”ভারতী ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। উনি আমাদের জেলার এসপি ছিলেন। ঘাটালে রাজ্য সরকারের উন্নয়নের কাজে সাহায্যও করেছেন। জেতা হারা পরের কথা, আমরা সব্বাই মিলে আগামী দিনে ঘাটালে উন্নয়নের কাজ চালিয়ে যাব”। আর অভিনেতার এমন টুইটে স্বভাবতই খুশি ভক্তরা। টুইটারে অনেকেই লিখেছেন, ‘সত্যিই তুমি বড় মনের অধিকারী দেব দা’।

Developed by