Breaking
27 Dec 2024, Fri

সম্প্রীতির উৎসব দোলে একসঙ্গে মাতলেন লালগড়ের হিন্দু-মুসলিমরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সম্প্রীতির বন্ধন দেখল দোল উৎসবে। মূলত, হিন্দুদের উৎসব হলেও এখানে সকলে মিলে রঙের উৎসব পালন করলেন। জ্ঞানমন্দির স্কুল পড়ুয়ারা শিক্ষকদের সঙ্গে নিয়ে রঙের খেলায় মেতে উঠেছিলেন। লালগড়, ধরমপুর, আঁধারজোড়া গ্রামের বাসিন্দারা এতে যোগদান করেন। এলাকার আদিবাসী, হিন্দু, মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলিত হন তাঁদের নিজেদের বাদ্যযন্ত্র নিয়ে। খোল-করতাল, ধমসা-মাদল সহযোগে গ্রাম পরিক্রমা করেন সকলে।

Developed by