Breaking
26 Dec 2024, Thu

ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে এক দফায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করল। ঝাড়গ্রাম এসটি সংরক্ষিত আসনে বিজেপি প্রার্থী হলেন কুনার হেমব্রম। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। এছাড়াও তিনি ঝাড়গ্রাম জেলা বিজেপির এসটি মোর্চার জেলা সভাপতি।তিনি সাঁওতালি ভাষায় সফ্টওয়্যার, সাঁওতালি ফন্ট, সাঁওতালি কি-বোর্ড তৈরী করেন।এ ছাড়াও তাঁর জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল একটি মোবাইল সফ্টওয়্যার যা দিয়ে অলচিকি থেকে বাংলায় ও দেবনাগরীতে লিপি রূপান্তরিত করা যায়।২০১৩ সালে এই সফ্টওয়্যারটি উদ্বোধন করেন ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী রঘুবর দাস।

Developed by