Breaking
26 Dec 2024, Thu

বিশ্ব কবিতা দিবস উপলক্ষে টুইটারে নিজের লেখা কবিতা পোস্ট করলেন মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আজ “বিশ্ব কবিতা দিবস”। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল,“এই দিবস বিভিন্ন জাতীয়,আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলোকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।”বৃহস্পতিবার ‘বিশ্ব কবিতা দিবস’ উপলক্ষে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের লেখা একটি কবিতা টুইটারে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী।

ক্যাপশনে লেখেন, কবিতা সংরক্ষণ এবং মৌখিক ঐতিহ্য প্রেরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা সাথে এক্সপ্রেশন সম্পর্ক সবার। কবিতা জীবন,সম্পর্ক,চিন্তাভাবনা এবং আরও অনেক কিছু উপস্থাপন করে। আমার অতিরিক্ত সময়,আমি কিছু কবিতা লিখি। আমার লেখা প্রিয় কবিতা এক সাথে ভাগ আপনাদের সাথে।

Developed by