Breaking
25 Dec 2024, Wed

পুলওয়ামায় নিহত জওয়ানদের স্মৃতিতে এবছর দোল না খেলার সিদ্ধান্ত: মুখ্যমন্ত্রী মমতার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামায় নিহত জওয়ানদের স্মৃতিতে এবছর দোল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি টুইটে দোলের শুভেচ্ছা বার্তা জানিয়ে একথা লেখেন। পাশাপাশি রঙের উৎসবে কারোর অসুবিধা না করে উপভোগ করার বার্তাও দেন।

রবীন্দ্র সংগীতের একটি লাইন উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী লেখেন,”রাঙিয়ে দিয়ে যাও, যাও, যাও গো এবার যাওয়ার আগে..”তারপরই সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে লেখেন,”বসন্ত উৎসবের শুভেচ্ছা। রঙিন হয়ে উঠুক সকলের জীবন। খেয়াল রাখবেন,আপনার আনন্দ যেন অন্যের বিষাদের কারণ না হয়। পুলওয়ামা জঙ্গিহানায় নিহত জওয়ানদের স্মৃতিতে আমি এবছর দোলের আনন্দে সামিল হওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।”

Developed by