Breaking
25 Dec 2024, Wed

পুলওয়ামার শহিদ শোকে হোলির উত্‍‌সব নেই সিআরপিএফ জওয়ানরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দেশজুড়ে সিআরপিএফের কোনও শিবিরেই এবার আর রঙের উত্‍‌সব নেই। পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলায় শহিদ সহকর্মীদের শোকে, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে হোলি উদ্‌যাপন হবে না বলে সিআরপিএফের এক সূত্রে জানানো হয়েছে।

জানা গিয়েছে, রাজ্যপালের আপত্তিতে জম্মুর রাজভবনেও এবার সরকারি ভাবে হোলি পালিত হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও বুধবার ঘোষণা করেছেন এবার তিনিও হোলি উদ্‌যাপন করবেন না।পুলওয়ামার ক্ষত এখনও দগদগে। গত ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জইশের আত্মঘাতী হামলায় ৪৯ জওয়ান শহিদ হন।

Developed by