Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রাম শহরে বসন্তোৎসবের প্রভাতফেরি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ফাগুন হাওয়া গায়ে মেখে ঝাড়গ্রামে শুরু হয়ে গেল বসন্ত উৎসব ৷ রঙে-আবিরের এই উৎসবে সকাল থেকে দ্বার খুলে দিল ঝাড়গ্রাম ৷ বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম শহরে ‘বসন্ত উৎসব ও লোকসংস্কৃতি মেলা’ এবং ‘জঙ্গলমহল উদ্যোগে’র যৌথ ভাবে পালিত হচ্ছে বসন্ত উৎসব। এদিন আট থেকে আশি সকলে রঙের পোশাক পরে প্রভাতফেরিতে যোগ দেন। তারপর ঘোরাধরায় রঙের উৎসবে সামিল হন তাঁরা ৷

Developed by