ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- লোকসভা ভোটের মধ্যে মুরগী ছানা বিতরণকে কেন্দ্র করে বির্তক দেখা দিয়েছে। বুধবার গোপীবল্লভপুর-১ ব্লকে ৫০০ জন উপভোক্তাকে ১০টি করে মুরগী ছানা বিতরণ করা হয়। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনের আচরণ বিধি চালু হওয়ার পর সরকারি পরিষেবা দেওয়া যায় না। বিজেপির জেলা সাধারণ সম্পাদক অবনী ঘোষ বলেন, ভোটারদের প্রভাবিত করার জন্য এসব করা হচ্ছে। ব্লক প্রাণী সম্পদ সূত্রে জানা গিয়েছে, এই পরিষেবা দেওয়ার জন্য গত অক্টোবর-নভেম্বর মাসে বরাদ্দ হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে সেই পরিষেবা দেওয়ার জন্য নির্দেশ আসে। চলতি মাসে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয় ও নির্বাচন বিধি জারি হয়। তবে এই পরিষেবা দেওয়ার জন্য রাজ্য থেকে এক বিজ্ঞপ্তি জারি হয়। তারপরই এদিন বিভিন্ন স্ব-সহায়ক দলের সদস্যদের রোড আইল্যান্ডের মুরগী ছানা বিতরণ করা হয়। জেলাশাসক আয়েষা রানি এ বলেন, এটা নির্বাচন ঘোষণার আগের বরাদ্দ। নির্বাচন ঘোষণার আগে ঠিক হয়েছিল কোন কোন উপভোক্তা এই পরিষেবা পাবেন।
তথ্য ও ছবি- আকাশ শীট